

শ্রী দিলীপ আসবে
ডিরেক্টর
শ্রী আসবে এনপিসিআই-এর জন্য বহু উচ্চ সামর্থ্যের প্ল্যাটফর্ম ও একটি মজবুত টিম তৈরি করেছেন যেখানে প্রতিদিন 3 কোটির বেশি ট্রানজেকশনের প্রক্রিয়াকরণ হয়। ভারত সরকার ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) স্থাপন করা বিভিন্ন কমিটিতে যুক্ত থেকেছেন তিনি (প্রধান কমিটিগুলি হল ভারত বিল পে সিস্টেম স্থাপন - 2014, মোবাইল ভারত কানেক্ট টেকনিকাল কমিটি - 2013, কার্ড প্রেজেন্ট ট্রানজেকশন আয়ত্তে রাখা বিষয়ক ওয়ার্কিং গ্রুপ - 2012)।
গত 20 বছর ধরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ফাইন্যান্সিয়াল সার্ভিস/ পেমেন্ট ইকোসিস্টেমে তিনি এক মজবুত নেটওয়ার্ক বজায় রেখেছেন। PCI DSS, ISO 9001, ISO 22301 বিজনেস কন্টিনিউইটি ম্যানেজমেন্ট সিস্টেম (বিসিএমএস) ও ISO 27001:2013 ইনফর্মেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস).ইত্যাদি স্ট্যান্ডার্ড সম্পর্কে এবং অপারেশনাল প্রসেস ও বিভিন্ন পেমেন্ট সিস্টেমের এন্ড-টু-এন্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে।
ভারতে প্রিজম পেমেন্টস সার্ভিসেস এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য ইউরোনেট ওয়ার্ল্ডওয়াইডের পরিকাঠামো স্থাপন করার মত বিশাল কৃতিত্ব তিনি অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে ডেলিভারির জন্য পরিকাঠামো গঠন ও একটি গ্লোবাল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা। তিনি মুম্বাইয়ে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) থেকে সফটওয়্যার প্রোগ্রামার হিসাবে নিজের কর্মজীবন শুরু করেন, এরপরে আমেরিকায় ওয়েস্টার্ন ইউনিয়ন (ডাব্লিউইউ) ও ইউরোনেট এসিয়া প্যাসিফিকের জন্য সিটিও হিসাবে কাজ করেন।
তিনি ইউনাইটেড কিংডমের লন্ডনে অবস্থিত লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স (এলএসই) থেকে গ্লোবাল ম্যানেজমেন্টে (এক্সিকিউটিভ প্রোগ্রাম) মেরিট সহ মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রী লাভ করেন। এছাড়া মুম্বাইয়ের ব্যান্ড্রায় অবস্থিত ফাদার কনসিসো রডরিগেজ কলেজ, ফাদার এঞ্জেলস আশ্রম থেকে ডিস্টিঙ্কশন সহ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) সম্পূর্ণ করেন।